গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সজ্ঞায় সশস্ত্রবাহিনী যুক্ত, জোটবদ্ধ দলগুলোর নিজ প্রতীকে নির্বাচন এবং হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে এমপি হলেও পদ হারানোসহ একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে কমিশন সভায এ সিদ্ধান্ত হয।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ আরপিও চূড়ান্ত হওয়ার কথা জানান। আগামী সপ্তাহে এ সংক্রান্ত প্রস্তাবনা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া ২২টি নতুন রাজনৈতিক দল শতপূরণ করায় তাদের মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে বিজয়ী হলেও প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে বলেও জানান ইসির এ কর্মকর্তা।
ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন।
ভোট গণনার সময় সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত থাকতে পারবেন জানিয়ে তিনি বলেন, তবে মাঝ পথে বের হতে পারবেন না।
ইসি সানাউল্লাহ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হতে পারবে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড।