শিরোনাম: ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবি, না হলে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুমকি
কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দাবি মানা না হলে তাঁকে কিশোরগঞ্জ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দিয়েছেন তারা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সাবেক নেতারা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও ফজলুর রহমান বর্তমানে বিএনপির হয়ে বক্তব্য দিচ্ছেন। তবে তার ভাষা ও বক্তব্যে আওয়ামী লীগের বয়ান প্রতিফলিত হচ্ছে, যা দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
সাবেক ছাত্রনেতারা বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে, কিশোরগঞ্জে ফজলুর রহমানের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।