CRI এজেন্ট ও ‘জুলাই গণহত্যা’ মামলার আসামি হিসেবে অভিযুক্ত তৌহিদ আফ্রিদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে একাধিক প্ল্যাটফর্ম। জুলাই ঐক্য, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সসহ বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেয়।
আয়োজকদের বক্তব্য, নৃশংস ওই ঘটনার ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে গ্রেফতার না হলে দেশব্যাপী বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পরবর্তী ধাপে হরতালসহ জোরালো আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সংগঠনগুলো আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলে, বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ নয়—বরং স্বচ্ছ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ যাচাই ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিই তাদের লক্ষ্য।