চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জামায়াতের নেতারা জানান, অসুস্থতার কারণে নূরুল ইসলাম বুলবুল উপস্থিত থাকতে না পারলেও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। নেতারা বলেন, “আমরা ত্রাণ দিতে আসিনি, ভাই হিসেবে আপনাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে এসেছি। এই সামান্য উপহারকে দয়া করে হাদিয়া হিসেবে গ্রহণ করুন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান এবং পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ আরও অনেকে।
প্রতি প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে ছিল— মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, আলু ৩ কেজি এবং স্যালাইন ১০ পিস।