রাজধানীর সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান পুরানা পল্টন কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট ড. হেলাল উদ্দিন।
শিক্ষা উন্নয়ন ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে আজীবন নিবেদিত এডভোকেট ড. হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, একটি আদর্শ সমাজ গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন মানসম্মত শিক্ষা, মূল্যবোধের বিকাশ এবং আধুনিক প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের একাডেমিক উৎকর্ষ সাধন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থী-শিক্ষকের পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ সংশ্লিষ্ট সবাই আশা করছেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে পুরানা পল্টন কলেজ আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।