গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি টেলিফোন আলাপ ফাঁস হয়েছে। ভারতে পালানোর আগে হওয়া এ আলাপে জাতীয় পার্টি ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প প্রসঙ্গ উঠে আসে। সেখানে দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টিকে নিয়ে শেখ হাসিনা বলেন, “জাতীয় পার্টি একটা জিন্দা লাশ।” দলটির রাজনৈতিক শক্তি ও সক্ষমতাকে উপহাস করেই তিনি এমন মন্তব্য করেন।
সোমবার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনা ও নানকের মধ্যে হওয়া ৫ মিনিট ২৬ সেকেন্ডের এ কথোপকথন প্রকাশ করেন। তিনি জানান, এটি জুলাই আন্দোলনের সময়কার।
আলাপে নানক শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, কারফিউ শিথিল হলে মিছিলের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না। জবাবে শেখ হাসিনা বলেন, “ওরা (ছাত্ররা) যদি নামে, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তবে মিছিল করার কথা কে বলেছে? আমাদের প্রস্তুতি রাখতে হবে, কিন্তু মিছিলের নির্দেশ আমি দেইনি।”
এ সময় নানক জানান, মোহাম্মদপুরের নেতাকর্মীরা বলছেন যে মহানগর থেকে মিছিলের নির্দেশ এসেছে। তিনি আরও জানান, মহানগরের পক্ষ থেকে ভোলার কাদের এই কথা বলেছেন। উত্তরে শেখ হাসিনা বলেন, “ওর কথা কইরো না। ও সবসময় মিথ্যা বলে। ওর কথায় বিশ্বাস কইরো না।”
আন্দোলনকারীদের তালিকা প্রসঙ্গে নানক শেখ হাসিনাকে জানান, তিনি তালিকা তৈরি করেছেন এবং সেদিনই হস্তান্তর করবেন। পাশাপাশি তিনি আমু ভাইয়ের বাসায় ১৪ দলের বৈঠক ডাকার প্রসঙ্গ তোলেন। এ সময় শেখ হাসিনা তাকে বৈঠকে যোগ দিতে বলেন এবং মন্তব্য করেন, “এটি আমাদের জন্য ভালো হয়েছে। আমি সেদিন সবাইকে ইনভলভ করে দিয়েছি।”
আলাপের একপর্যায়ে শেখ হাসিনা নানককে জিজ্ঞেস করেন, জেনেভা ক্যাম্পের বিহারিরা সঠিকভাবে কাজ করছে কি না। জবাবে নানক বলেন, তাদের ভূমিকা ইতিবাচক, তবে জাতীয় পার্টির কাউন্সিলর সেন্টু হলো বড় অপরাধী। তখন শেখ হাসিনা নির্দেশ দেন, “আজই ওকে পিকআপ করতে হবে। ওদের সবাইকে ধরে ফেলতে হবে।” নানক আপত্তি জানালে শেখ হাসিনা তিরস্কার করে বলেন, “জাতীয় পার্টি একটা জিন্দা লাশ। ওরা আবার কী ক্ষেপবে!”
শেষে শেখ হাসিনা কড়াইল বস্তি ও বিহারী ক্যাম্পে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি বলেন, “দুষ্টুগুলো সব অপরাধ করে বস্তিতে গিয়ে লুকায়। এবার কাউকে ছাড়বো না, সবাইকে ধরে ফেলতে হবে।” জবাবে নানক সম্মতি জানিয়ে বলেন, “জি আপা, একদম চিরুনি অভিযান চালাতে হবে।”