একটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম হঠাৎ বদলে ফেলার ঘটনায় আলোচনায় এসেছে দৈনিক আজকের পত্রিকা।
আজকের পত্রিকার ব্যাপারে অভিযোগ উঠেছে, প্রথমে আজকের পত্রিকার ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে একটি ফটোকার্ড ও প্রতিবেদন দেখে সেটি অনেকেই নিজের ওয়ালে শেয়ার করেন। তখন সংবাদটির শিরোনাম ছিল: “মির্জা ফখরুলের আসনসহ ৩০০ আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম”। প্রতিবেদনের ভেতরেও একই দাবি ছিল।
তবে কিছুক্ষণ পরই দেখা যায়, একই প্রতিবেদনের শিরোনাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে: “ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম”। নতুন সংস্করণে আর মির্জা ফখরুলের আসন বা ৩০০ আসনের কথা নেই। কিন্তু এ বিষয়ে সংবাদপত্রটির পক্ষ থেকে কোনো সংশোধনী বা দুঃখপ্রকাশ প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় সোস্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এ ধরনের আচরণ সাংবাদিকতার নীতি বহির্ভূত। আজকের পত্রিকার খবর বিশ্বাস করে শেয়ার করার পর তারা খবরটি বিনা নোটিশে বদলে আমাকে বিভ্রান্ত করেছে এবং আমার মানহানি ঘটিয়েছে।
একজন ঘোষণা দিয়ে সতর্ক করে বলেন, আগামীকাল দিনের মধ্যে আজকের পত্রিকা যদি আনুষ্ঠানিকভাবে সংশোধনী প্রকাশ ও দুঃখপ্রকাশ না করে, তবে তিনি তাদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন।
ফেসবুক পোস্ট, ফটোকার্ড এবং প্রতিবেদনের পুরোনো লিংকসহ আর্কাইভও সংরক্ষণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।