ভারতীয় বিমানবাহিনীকে শক্তিশালী করতে ৯৭টি তেজস এমকে-১এ যুদ্ধবিমান কেনার জন্য ৭.৪ বিলিয়ন ডলারের চুক্তি অনুমোদন করেছে ভারত সরকার। এই যুদ্ধবিমানগুলো রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) থেকে সংগ্রহ করা হবে।
এর আগে ২০২১ সালে ৮৩টি তেজস এমকে-১এ যুদ্ধবিমানের অর্ডার দিয়েছিল ভারত। নতুন এই চুক্তির ফলে ভারতীয় বিমানবাহিনীর জন্য তেজসের মোট অর্ডার দাঁড়ালো ১৮০টি।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই চুক্তি ভারতের স্বদেশি প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
তবে ভারতের তৈরি এই যুদ্ধবিমান গুলো চীনের তৈরী ৫ম প্রজন্মের যুদ্ধবিমান গুলোর সামনে কতটা পারদর্শী হবে সেটা সময় বলে দেবে বলেই ধারনা এর কর্তাব্যক্তিদের।