দেশের বহুল আলোচিত তৌহিদ আফ্রিদির গ্রেফতারে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। তদন্ত সূত্রে জানা যায়, আফ্রিদির গ্রেফতারের পেছনে তার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী রাহির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
গত মাসে গুলশান থেকে আফ্রিদির বাবা গ্রেফতার হওয়ার পরপরই তৌহিদ আফ্রিদি পালিয়ে নোয়াখালীতে রাহির বাসায় আশ্রয় নেন। কিন্তু রাহি গোপনে তার অবস্থান ও পরবর্তী পরিকল্পনার তথ্য সংগ্রহ করে একজন সুনামধন্য সাংবাদিকের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছে দেন।
পরবর্তীতে অবস্থান ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে আফ্রিদি নোয়াখালী থেকে বরিশালে পালালেও ততক্ষণে দেরি হয়ে যায়। ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে অপরাধে জড়িত কেউ যতই ক্ষমতাশালী হোক না কেন, শেষ পর্যন্ত বিচারের হাত থেকে রেহাই পায় না। সামাজিক মাধ্যমে অনেকে রাহিকে ধন্যবাদ জানাচ্ছেন দেশের স্বার্থে সাহসী ভূমিকা রাখার জন্য।