ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তুরস্ক সারা দেশে মাটির নিচে সুরক্ষা শেল্টার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট আই জানিয়েছে, তুরস্ক সরকার সম্ভাব্য আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “দেশের সব বড় শহর এবং কৌশলগত স্থানে দ্রুতগতিতে আধুনিক বাঙ্কার ও সিভিল ডিফেন্স শেল্টার তৈরি করা হবে।”
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের বিস্তার রোধ না হলে তুরস্কসহ পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।