রাজধানীর গুলশানে বিএনপির গুলশান থানার সাধারণ সম্পাদক শামীম ও তার সহযোগী মামুনের চাঁদাবাজিতে এক নারী অতিষ্ঠ হয়ে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, তারা ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং তা না দিলে ভয়ভীতি ও নানা ধরনের চাপ সৃষ্টি করছেন।
ভুক্তভোগী নারী বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।