ফ্যাসিবাদবিরোধী ২২টি রাজনৈতিক দল যৌথভাবে ৫ দফায় ঐক্যমতে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর হামলার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার।
সোমবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলগুলোর যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর বিভিন্ন রাজনৈতিক দলে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, ফ্যাসিবাদী শক্তি সেটির সুযোগ নিয়েছে। নুরুল হক নুরের ওপর হামলা ছিল এরই প্রথম উদাহরণ। তারা পরীক্ষা করতে চেয়েছিল—জুলাই যোদ্ধাদের ওপর হামলা হলে প্রতিক্রিয়া কেমন হয়। কিন্তু আমরা দেশবাসীকে আশ্বস্ত করছি, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী ইস্যুতে আমরা সবাই একতাবদ্ধ। আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত করা হবে।”
রাশেদ খান আরও জানান, ২২টি দল যে ৫ বিষয়ে একমত হয়েছে সেগুলো হলো—
১. নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
২. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার।
৩. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা।
৪. আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের অপরাধের বিচার নিশ্চিতকরণ।
৫. হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।
সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন (চরমোনাই), লেবার পার্টিসহ ফ্যাসিবাদবিরোধী ২২টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।