নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে তার নেতৃত্বে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।