ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্তর ও ভাঙ্গা-মাওয়া মহাসড়কে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নেন।
এর ফলে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ আবারও বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবি—আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গা উপজেলার সঙ্গেই রাখতে হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রকাশ হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দলমত নির্বিশেষে রাজপথে নামেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকালের অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে আন্দোলন স্থগিত হয়েছিল। তবে বিকেলে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। আলোচনা চলছে, শিগগিরই অবরোধ উঠে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।