২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে ছাত্রদলের বিরুদ্ধে গেস্টরুম-গণরুম, চাঁদাবাজি ও হল দখলের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছিল দৈনিক সমকাল। এর জবাবে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন, “আপনারা ঘুরে ঘুরে খালি ওই অতীতে যাচ্ছেন। আমি বর্তমান জেনারেশনকে প্রতিনিধিত্ব করছি। আমি আমার বর্তমান জেনারেশনের জন্য দায়বদ্ধ, অতীতের জন্য আমি দায়বদ্ধ না।”
তিনি আরও বলেন, “অতীতের ইতিহাস টেনে ছাত্রদলকে ফ্রেমিং করা উচিত নয়, বর্তমান প্রজন্মকে ফ্রেমিং করা উচিত নয়।”
নেটিজেনদের পর্যবেক্ষণ হচ্ছে, সমকালকে দেওয়া এই বক্তব্যের সঙ্গে একটি দ্বৈত মানসিকতার ইঙ্গিত মেলে। কারণ, শিবিরের ক্ষেত্রে তাদেরকে ১৯৭১ সালের ঘটনার জন্য দায়ী করে ফ্রেমিং করা হয়—যখন বর্তমানের কোনো শিবির নেতার জন্মও হয়নি। অথচ ছাত্রদলের ক্ষেত্রে মাত্র দুই দশক আগের ঘটনার দায়ভার বর্তমান প্রজন্মের উপর চাপানোকে অন্যায় হিসেবে উপস্থাপন করা হচ্ছে।