ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। রোববার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৯ সেপ্টেম্বরের ভোটে তাদের অংশগ্রহণ গোটা নির্বাচনী সমীকরণ পাল্টে দেবে।
মেঘ বলেন, আপনারা যদি সবাই ভোট দিতে আসেন, তবে পুরো সমীকরণ বদলে যাবে। এখন যে হিসাবনিকাশ করা হচ্ছে, তা আর টিকবে না।
তিনি জোর দিয়ে বলেন যে অনাবাসিক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হলে স্বাধীনতাবিরোধীরা কোনো পদেই জিততে পারবে না। তাই পছন্দের প্রার্থী যেই হোক না কেন, উপস্থিত থেকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারের শেষ দিনে মেঘ স্বীকার করেন, শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছাতে পারেননি।
তিনি বলেন, শেষ পাঁচ দিন আমি প্রস্তুতি নিয়েছিলাম যেন শেষ মানুষটির কাছেও পৌঁছাতে পারি। তা পারিনি, আর এ ব্যর্থতার দায় আমি নিজেই নিচ্ছি।
তবে যারা তার নাগাল না পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি মনে করেন আমি ও আমার সহ প্রার্থীরাই সামনের দিনে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত, তবে শুধু এ কারণে ভোট থেকে আমাকে বঞ্চিত করবেন না যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি।
“অদ্ভুত সময়ে প্রচার শেষ করছি,” মন্তব্য করে মেঘমল্লার আশা প্রকাশ করেন, তাঁর উপস্থিতি সহযোদ্ধাদের মাঝে অন্তত কিছুটা প্রেরণা যোগাবে।
অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি তাঁর বিশেষ মনোযোগ আসন্ন ডাকসু নির্বাচনে তাদের নির্ণায়ক ভূমিকার প্রতি সুস্পষ্ট উপলব্ধি প্রকাশ করে।