মার্কিন কংগ্রেসে ২০২৬ অর্থবছরের প্রতিরক্ষা বাজেটে গুরুত্বপূর্ণ একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। এতে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, তুরস্ককে এফ-৩৫ সরবরাহ পুনরায় শুরু করতে হলে কয়েকটি কঠোর শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
হামাসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।
ইসরায়েলকে হুমকি দেওয়া থেকে বিরত থাকা।
তুরস্কে হামাসের কোনো কর্মকর্তা বা সম্পদ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত চালানো।
মার্কিন আইনপ্রণেতাদের দাবি, তুরস্কের ভূখণ্ডে যদি হামাসের উপস্থিতি বা কার্যক্রম প্রমাণিত হয়, তবে সেটি ন্যাটো জোটের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ প্রস্তাব পাশ হলে শুধু তুরস্ক-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কেই নয়, বরং ন্যাটো জোটের অভ্যন্তরীণ ভারসাম্যেও প্রভাব পড়তে পারে। কারণ, ইতোমধ্যে এফ-৩৫ প্রকল্প থেকে তুরস্ককে সরিয়ে দেওয়া হয়েছিল এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে। নতুন এই পদক্ষেপ আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
এদিকে তুরস্ক সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির নেতৃত্ব একাধিকবার বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় তারা কোনো বাইরের চাপকে মানবে না।
কংগ্রেসে প্রস্তাবটি নিয়ে বিতর্ক চললেও চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে দুই দেশের সম্পর্কের আরেকটি বড় পরীক্ষা।