রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে (৬১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। শফিকুর রহমান মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি।। এছাড়াও তার বিরুদ্ধে জুলাই গণহত্যারও একটি মামলা রয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।