ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে ছালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার স্বামী রায়হান উদ্দিন সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ হাজার ৮২ ভোটে বিজয় লাভ করেন।
একইসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করায় তারা ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন মহলে এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জয়ী হওয়া পর রায়হান উদ্দিন সময় সংবাদকে বলেন, ‘আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি, তাদের কথা শুনেছি এবং আমাদের বক্তব্য শেয়ার করেছি। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন।’
তিনি বলেন, ‘জয় আমাদের জন্য সেলিব্রেশনের বিষয় নয়, বরং দায়িত্বের জায়গা। আমরা কাজ করে যেতে চাই। অর্জন তখনই হবে যখন দায়িত্ব শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বলবে–তোমরা চমৎকার কাজ করেছো।’