ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দীন খান জানিয়েছেন, তারা অপরাধের রাজনীতিকরণ করবেন না।
বুধবার রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মহিউদ্দীন লেখেন, ডাকসুতে বিজয়ী হওয়া নারী শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ সেশনের একজন শিক্ষার্থী ‘House Sl*ve’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আর এর দায় এড়ানো যাবে না।
তিনি আরও বলেন, “আমরা অপরাধকে রাজনীতির সঙ্গে যুক্ত করব না। অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করাই ন্যায়বিচার।” এ ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান মহিউদ্দীন।