নেপালে কারফিউ ও বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে সেনাবাহিনী। তবে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে কিছুটা শিথিলতা রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিমালয়ান।
সেনাবাহিনীর ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এরপর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জনসাধারণ চলাচলের সুযোগ পাবেন। পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনী, গণমাধ্যম এবং খাদ্য, জ্বালানি, শাকসবজি, দুধ, পানি ও ওষুধ পরিবহনসহ জরুরি সেবা চালু থাকবে। সরকারি অফিস, ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরাও টিকিট প্রদর্শন করে ভ্রমণ করতে পারবেন।
কারফিউ ও বিধিনিষেধের পরিধি প্রতিটি জেলার পরিস্থিতির ওপর ভিত্তি করে স্থানীয় নিরাপত্তা কমিটি নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এছাড়া সেনাবাহিনী নাগরিকদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছে, জননিরাপত্তা ও মানবিক সহায়তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উল্লেখ্য, বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলে নেপালের নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী।