জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে ছাত্রদল। নির্বাচনে অংশ না নিয়ে এবার নির্বাচন বানচালের উদ্দেশ্যে কমিশন সদস্য ফার্মাসি বিভাগের অধ্যাপক মাফরুহি সত্তারকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে তারা।
ছাত্রদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভিসি বরাবর স্মারকলিপি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া বহিরাগত ও অছাত্রদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করে নির্বাচন কমিশনকে চাপে ফেলতে নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে সংগঠনটি।
বিএনপিপন্থি এক শিক্ষক জানিয়েছেন, ছাত্রদলের এই আন্দোলন যদি কিছুটা শক্তিশালী হয় তবে নির্বাচন বাতিল হতে পারে। উল্লেখ্য, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে নির্বাচন বানচালের পরিকল্পনার একটি অডিও রেকর্ড আগেই ফাঁস হয়েছিল। বর্তমানে সেই পরিকল্পনাই বাস্তবায়নের চেষ্টা করছে তারা।
আজকের মিছিলে নেতৃত্ব দিয়েছে জাবি ছাত্রদল সভাপতি জহির উদ্দীন বাবর (৪০তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক অনিক (৪০তম ব্যাচ)। আরও বেশ কিছু নেতাকর্মী এতে অংশ নেয়, যাদের অনেকে নিয়মিত শিক্ষার্থী নন।
শিক্ষার্থীদের অভিযোগ— ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইছে।