আলবেনিয়া বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী এডি রামা ঘোষণা দেন, এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে “ডিয়েলা”।
সরকারি ক্রয় ও টেন্ডার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে এই ভার্চুয়াল মন্ত্রীকে। ডিয়েলার কাজ হবে সমস্ত টেন্ডার ১০০% স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনা ও অনুমোদন করা।
প্রধানমন্ত্রী এডি রামা আশা প্রকাশ করেছেন, এআই মন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে আলবেনিয়ার প্রশাসনে দুর্নীতি দমন আরও কার্যকর হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।