জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তিনি এ পদত্যাগের কথা ঘোষণা করেন।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে তা ছিল না। পদত্যাগ না করার জন্য আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল, তবুও আমি পদত্যাগ করছি।”
জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন, যার প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী, যেখানে ভিপি পদে ৯ এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।