জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির বরিশাল অঞ্চল টিমের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি বলেন, জনগণ বিশ্বাস করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জামায়াতের হাতেই সবচেয়ে নিরাপদ।
শুক্রবার বিকেলে চরফ্যাশনের আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা কামাল আরও বলেন, জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। আমাদের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের কারও বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণও পাওয়া যায়নি। জামায়াত ক্ষমতায় এলে নাগরিকদের প্রাপ্য অধিকার ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে। এজন্য ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের সর্বত্র জামায়াতের নেতাকর্মীরা মানবিক কর্মকাণ্ড, আন্তরিকতা, ভদ্রতা ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। জামায়াতকে জনগণের কাছ থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষ দলটিকে নতুনভাবে মূল্যায়ন করেছে। জনগণ ইতোমধ্যে অন্যান্য দলের শাসন দেখেছে, এখন তারা জামায়াতের হাতে দেশের দায়িত্ব অর্পণ করতে আগ্রহী।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী চরফ্যাশনের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, শিক্ষানবিশ আইনজীবী আবু জাফর, প্রভাষক বাহারুল ইসলাম ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন।