জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার প্রথম দিনে তিনি টানা চার ঘণ্টা সাক্ষ্য দেন। মঙ্গলবারও তার সাক্ষ্য ও জেরা অব্যাহত থাকবে।
মূল বক্তব্যের সারাংশ
রাজনৈতিক ষড়যন্ত্র ও বিদেশি প্রভাব: মাহমুদুর রহমান দাবি করেন, ২০০৮ সালের ফেব্রুয়ারিতেই দিল্লীতে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও ভারতের প্রণব মুখার্জীর মধ্যে সমঝোতা হয়েছিল। এর মাধ্যমে শেখ হাসিনার জয় আগে থেকেই নিশ্চিত করা হয়।
বিডিআর হত্যাকাণ্ড: শেখ হাসিনা ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে শেখ পরিবারের ঘনিষ্ঠ শেখ ফজলে নূর তাপসের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।
সেনাবাহিনী বিদ্বেষ: তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ও তার পরিবার ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর প্রতি বিদ্বেষী ছিলেন। এর শেকড় খুঁজে পাওয়া যায় শেখ মুজিবের সময় থেকেই।
বিচার বিভাগ নিয়ন্ত্রণ: বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার অভিযোগ তোলেন। আদালতের মাধ্যমে বিরোধী নেতাদের দমন, বিশেষত তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও খালেদা জিয়াকে উচ্ছেদের ঘটনা এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।
শাহবাগ আন্দোলন ও ফ্যাসিবাদ: ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে তিনি সরকারের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা ফ্যাসিস্ট মব কালচার বলে অভিহিত করেন। এর প্রতিবাদে আমার দেশ “শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে, যার ফলে পত্রিকাটি বন্ধ হয় এবং তিনি গ্রেফতার হন।
শাপলা চত্বর গণহত্যা: ২০১৩ সালের ৫ মে হেফাজতের গণসমাবেশে মধ্যরাতে চালানো হত্যাযজ্ঞের জন্য পুলিশ, র্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়ী করেন।
স্কাইপ কেলেঙ্কারি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের গোপন আলাপ প্রকাশিত হলে বিচার প্রক্রিয়ার কারসাজি প্রকাশ পায়। অথচ দায়ী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।
ভোটের তামাশা: তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছিল একতরফা ও কারচুপিপূর্ণ, যেখানে জনগণের ভোটাধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয়।
গুম ও টর্চার: নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, তাকে টিএফআই সেলের আয়নাঘরে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। একইভাবে দেলোয়ার হোসেনসহ বিরোধী নেতাদের ওপরও অমানবিক টর্চার চালানো হয়।
জঙ্গিবাদ নাটক: সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা বারবার সাজানো জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে, যাতে দরিদ্র মানুষকে বলি দেওয়া হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তিশালী শাসক হিসেবে উপস্থাপন করা হয়।
সহযোগী মহল: বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনীতিবিদদের সহযোগিতায় শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন দীর্ঘস্থায়ী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।