৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঘোষিত কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নয়, বিকেলে কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পরীক্ষার্থীদের স্বার্থে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জামায়াত দায়িত্বশীল অবস্থান নিয়েছে। এ কারণে সারাদেশে নির্দেশনা দেওয়া হয়েছে— ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি কেবল বিকেলে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিএস পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য দোয়া করছি। তারা সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এটাই আমাদের প্রত্যাশা।