কোনো ধর্মকে আলাদা করে দেখা যাবে না, সব ধর্মকেই সমান মর্যাদা দিতে সরকার বাধ্য—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যাকে দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি বিভক্ত হই, জাতি হিসেবে ব্যর্থ হবো। আমরা ব্যর্থ হতে চাই না; বরং এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে।”
ধর্মীয় উৎসবের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা চাই সবাই মুক্ত পরিবেশে উৎসব পালন করুক—নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে নয়। এমন রাষ্ট্র গড়তে চাই যেখানে সবাই স্বাধীনভাবে, মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করবে।”
এর আগে সোমবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ আমন্ত্রণ জানান।