জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হলে সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের বিরোধে এক নেতার বিরুদ্ধে অপর নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা ইকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর রাতে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ও যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ইকরামের রুমে গিয়ে সিট দখল নিয়ে বিরোধে জড়ান। এ সময় ছাত্রদল সদস্য মো. জোবাইদ হোসাইন ছুরি হাতে ইকরামের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে উপস্থিতরা জোবাইদকে আটকে বাইরে নিয়ে যান।
ভুক্তভোগী ইকরাম ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেছেন। অভিযুক্ত জোবাইদ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও প্রতিহিংসামূলক। তবে ফয়সাল আহমেদ স্বীকার করেছেন ঘটনাটি ঘটেছে, যদিও তিনি এটিকে “অতিরঞ্জিত অপপ্রচার” বলে দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়া গেছে এবং উভয় পক্ষকে ডাকা হয়েছে। আলোচনায় সমাধান না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।