ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়া ছাড়াই এম.ফিল প্রোগ্রামে ভর্তি হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, বৈধ ছাত্রত্ব না থাকায় ওই নির্বাচনে তাঁর জিএস পদে প্রার্থিতাও বৈধ ছিল না—এ মর্মে রাব্বানীর নির্বাচিত হওয়াকে ‘অবৈধ’ ঘোষণা করার সুপারিশ করেছে কমিটি। এই অভিযোগটি ডাকসুর জিএস পদপ্রার্থী রাশেদ খানের আবেদনের ভিত্তিতে অনুসন্ধান হয়।
কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালের নির্বাচনে একাধিক গুরুতর অনিয়ম—যেমন ভোটারদের বাধা, অনাবাসিকদের কেন্দ্র প্রবেশে নিষেধাজ্ঞা, কৃত্রিম ভিড় তৈরি, ব্যালটে অবৈধ সিল, কেন্দ্র দখল ও ভয়ভীতি, অবৈধভাবে ভর্তি হয়ে প্রার্থী হওয়া, ব্যালট বাক্সে কারচুপি—প্রাথমিকভাবে প্রতীয়মান। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে আরও গভীর তদন্তের সুপারিশ করা হয়েছে।
সিন্ডিকেটের সাময়িক বাতিলের সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশ এখন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত প্রক্রিয়াগত ও আইনি বিবেচনার অপেক্ষায়।