জাপানে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। দেশটির তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক দল পাথ টু রিবার্থ সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভরাডুবির পর দলের প্রতিষ্ঠাতা শিনজি ইশিমারু পদত্যাগ করেন। তার শূন্যস্থান পূরণে দলের নেতাকর্মীরা চমকপ্রদ সিদ্ধান্ত নেন—দলের নতুন নেতা হবেন একটি এআই সিস্টেম।
দলীয় সূত্র জানায়, মানব নেতৃত্বের পরিবর্তে এআইকে বসানোর কারণ হলো রাজনীতিতে নিরপেক্ষতা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতি বা পক্ষপাতের ঝুঁকি কমানো। এআই সিস্টেমটি বিভিন্ন নীতি, তথ্য ও জনগণের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে এবং দলের কর্মসূচি নির্ধারণ করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাপানের রাজনৈতিক ইতিহাসে এটি এক অভূতপূর্ব উদ্যোগ। এআই নেতৃত্ব হয়তো দলীয় রাজনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে। তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আবেগ, সংস্কৃতি ও সমাজ-মনস্তত্ত্ব কতটা বুঝতে পারবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।
পাথ টু রিবার্থ দলের নেতারা আশা করছেন, এআই নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলবে এবং ভবিষ্যতে অন্য দলগুলোকেও এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত করবে।