মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জুলাইযোদ্ধা হিসেবে ভুয়া প্রমাণিতদের তালিকা থেকে নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে ভুয়া নামগুলো তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রক্রিয়াটি চলমান।
এছাড়া গণমাধ্যমে প্রকাশিত ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নামও পুনরায় যাচাই করা হচ্ছে। মন্ত্রণালয় সঠিক তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।