জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সাইডলাইনে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এ বৈঠক যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিশেষ করে আফগানিস্তান পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা এ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে পারে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।