ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক। বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় ডাকসুর ভিপি, জিএস ও এজিএস উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে আলোচনা হয়। ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, শাটল সার্ভিস চালু, রিকশা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
এ সময় বহুল প্রতীক্ষিত লাইভ ট্র্যাকিং অ্যাপ “আমাদের লাল বাস” শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় এবং বাসগুলোতে পরীক্ষামূলকভাবে ট্রায়াল চালানো হয়।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা দ্বিতীয় দিনের মতো অ্যাপের কার্যকারিতা যাচাই করছি। অতি শীঘ্রই শিক্ষার্থীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ।”