কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের মিছিল থেকে নেতাকর্মী গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি ৫ হাজার টাকা পুরস্কার পাবেন পুলিশ সদস্যরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের পর ডিএমপির ওয়ারলেস বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার অডিও বার্তায় বলা হয়, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের মিছিল থেকে একজনকে ধরতে পারলে ৫ হাজার টাকা, দুজনকে ধরতে পারলে ১০ হাজার টাকা। এভাবে যতজন ধরা হবে, সেই পুলিশ সদস্যকে কমিশনারের পক্ষ থেকে সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।”
ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ভালো কাজের জন্য পুরস্কার সবসময়ই দেওয়া হয়। নিষিদ্ধ দলগুলোর কার্যক্রম প্রতিরোধে সব থানা এলাকায় পুলিশকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত ১০ মে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিন চুপ থাকলেও সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তারা অস্তিত্ব জানান দিচ্ছে। ইতোমধ্যে এমন কয়েকটি মিছিল থেকে নেতাকর্মী গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।