ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগে কাতার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু বারবার নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে বাগাড়ম্বর করে যাচ্ছেন। কিন্তু আন্তর্জাতিক আইন ভঙ্গ ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ কোনোভাবেই শাস্তিহীন থাকবে না।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন, নির্বিচারে হত্যাযজ্ঞ এবং বেসামরিক জনগণের ওপর ধারাবাহিক হামলা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে, যেন তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এসব অপরাধের বিচার নিশ্চিত করে।
মাজেদ আল-আনসারি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যতই রাজনৈতিক বক্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালান না কেন, বিশ্ববাসী জানে তিনি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছেন এবং তার এসব অপরাধের দায় থেকে কখনোই মুক্তি পাবেন না।
কাতার বরাবরই ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে পাশে রয়েছে। দেশটির দাবি, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহ বাস্তবায়নই একমাত্র পথ।