চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন চবি শাখা বাগছাসের সদস্য সচিব আল মাশনূন।
চাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার মধ্যে প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
আগামী ১২ অক্টোবর (রোববার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।