আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনসহ পাঁচ দফা গণদাবি নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।
কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা স্লোগান দেন— “এ মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, “পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে দিয়ে দাও”, “জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা”।
এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণ শাখার নেতারা বক্তব্য রাখেন।