কুমিল্লার হোমনা উপজেলায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে কিছু বিক্ষুব্ধ লোকজন মাইকিং করে চারটি মাজারে হামলা চালায়। এ সময় মাজার ভাঙচুরের পাশাপাশি আগুনও দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার আসাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকা থেকে কটূক্তিকারী পোস্টদাতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয় এবং হামলার ঘটনা ঘটে। প্রশাসনের কঠোর অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।