চীন ও পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (UNSC) যৌথভাবে একটি প্রস্তাব জমা দিয়েছে, যেখানে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দেশটিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে বি.এল.এ। সংগঠনটির হামলায় সেনা, পুলিশ ও সাধারণ নাগরিকদের প্রাণহানি ঘটছে। তাই আন্তর্জাতিকভাবে একে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি হয়ে উঠেছে।
চীনও তাদের একাধিক নাগরিক হত্যার ঘটনার কারণে বি.এল.এ-কে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) ও সিপিইসি (চীন-পাকিস্তান ইকোনমিক করিডর) প্রকল্পের বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে।
বিশ্লেষকরা বলছেন, যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব গ্রহণ করে, তবে বি.এল.এ-র বিরুদ্ধে বৈশ্বিকভাবে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হবে এবং সংগঠনের আন্তর্জাতিক তৎপরতা কার্যত বন্ধ হয়ে যাবে।