নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলোকবালীর চরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই দ্বন্দ্বের জেরে সংঘর্ষে ইদন মিয়া নামে একজন নিহত হন।
তারই পরদিন আজ দুপুরে উভয় পক্ষ আবারও মুখোমুখি হয়। সংঘর্ষের এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের দলে ভিড়িয়েছে। এতে করে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, “ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”