বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে তার অবদানও তুলনাহীন। এবার সামনে আরেকটি ঐতিহাসিক সুযোগ—বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি।
আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই তৈরি হতে পারে এই ইতিহাস। সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক স্পর্শ করবেন বিরল এই কীর্তি।
২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় মুশফিকের। সেই থেকে এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলে দেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে তিনি পার করেছেন ৬ হাজার রানের মাইলফলক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (অপরাজিত ২১৯ বনাম জিম্বাবুয়ে) তারই দখলে।
ক্রিকইনফোর তথ্যমতে, নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয়টি ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই-বাংলায়। এই ম্যাচই মুশফিকুর রহিমের শততম টেস্ট হওয়ার সম্ভাবনা জাগিয়েছে।
বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলেছেন যাঁরা:
মুশফিকুর রহিম – ৯৮
মুমিনুল হক – ৭৩
সাকিব আল হাসান – ৭১
তামিম ইকবাল – ৭০
মোহাম্মদ আশরাফুল – ৬১