রাজধানীর কাওরান বাজারে পুলিশের ওপর হামলা চালাতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার নেতা আবির আহমেদ রাজ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার সময় আবির আহমেদ রাজকে ঘটনাস্থলেই আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সারাদেশ থেকে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা ঢাকায় জড়ো হয়ে নাশকতার চেষ্টা চালাচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অস্থিতরতা সৃষ্টির পরিকল্পনাই ছিল তাদের মূল লক্ষ্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নাশকতার চেষ্টায় যুক্ত অন্যদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।