ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “যেসব দেশের সঙ্গে ভারতের অভিন্ন সীমান্ত রয়েছে, সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না।”
সম্প্রতি এক আলোচনায় দেওয়া এই বক্তব্যে শ্রিংলা ইঙ্গিত দেন যে, ভারতের নিরাপত্তা স্বার্থকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে স্বাভাবিক মনে করছে দিল্লি। তিনি আরও বলেন, “আমাদের নিরাপত্তা স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে।”
হর্ষবর্ধন শ্রিংলা বর্তমানে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত এমপি। তিনি বিজেপি সরকারের ঘনিষ্ঠ এবং নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ফলে তাঁর এই অবস্থানকে ভারতের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, শ্রিংলার এই বক্তব্য প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীনতায় ভারতের হস্তক্ষেপমূলক নীতি আবারও উন্মোচিত করলো। বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার ও পাকিস্তানসহ সীমান্তবর্তী দেশগুলোতে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রিংলার মন্তব্য নিয়ে প্রতিবেশী অঞ্চলে সমালোচনা শুরু হয়েছে, যা ভারত-বিরোধী অনুভূতিকে আরও উসকে দিতে পারে।