৬ বলে দরকার ছিল মাত্র ৫ রান। দাসুন শানাকার করা প্রথম বলেই শর্ট ফাইন লেগ দিয়ে চার হাঁকান জাকের আলী। সমীকরণ তখন দাঁড়ায় ৫ বলে ১ রান! কিন্তু নাটক তখনও বাকি। শানাকার পরের তিন বলে কোনো রান তুলতে পারেনি বাংলাদেশ, হারায় জাকের ও শেখ মেহেদীর উইকেট। তবে শেষ পর্যন্ত নাসুম আহমেদ চাপ সামলে নেন। পঞ্চম বলেই প্রথম মুখোমুখি হয়ে সিঙ্গেল নিয়ে ১ বল বাকি থাকতে নিশ্চিত করেন ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করে বাংলাদেশ।
এই ম্যাচে টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় টাইগাররা। এর চেয়ে বড় রান তাড়া করে জয় এসেছিল মাত্র দু’বার— সর্বশেষ ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে একই শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানের লক্ষ্য পূরণ করে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ঝড়ো অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের হয়ে সাইফ হাসান (৬১) ও তাওহীদ হৃদয়ের (৫৮) দায়িত্বশীল ইনিংসে ভর করে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে।
রান তাড়ার শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ মাত্র ১ রানে ফিরলেও সাইফ ও লিটন দাস মিলে ৫৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। লিটন করেন ২৩ রান এবং সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লেখান। এরপর সাইফ ও হৃদয় যোগ করেন ৫৪ রান। সাইফ ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন। হৃদয় এরপর শামীম হোসেনকে সঙ্গে নিয়ে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো জুটি গড়ে ম্যাচকে বাংলাদেশের অনুকূলে নিয়ে যান। ৩৭ বলে ৫৮ রান করে হৃদয় ফিরলেও শেষ ওভারে নাটকীয়তার পর জয় আসে টাইগারদের ঝুলিতে।
শ্রীলঙ্কার ইনিংসে শানাকা ছিলেন মূল ভরসা। ৩৮ রানে জীবন পাওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। শেষ বলে তাসকিনকে ছক্কা মেরে ইনিংস শেষ করেন তিনি। কুশল মেন্ডিস করেন ৩৪ রান।
এই ম্যাচে মোস্তাফিজুর রহমান গড়েন রেকর্ড। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় সাকিব আল হাসানের পাশে বসেন তিনি। দুজনের উইকেটই ১৪৯। তবে মোস্তাফিজ সাকিবের চেয়ে ১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলে এই মাইলফলকে পৌঁছেছেন।
২৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।