স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কিন হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি–এর সঙ্গে ইতোমধ্যেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী, চীনে তৈরি জাহাজ দুটির নাম রাখা হয়েছে ‘বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’। চলতি বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসেই এগুলো বিএসসির বহরে যুক্ত হবে।
ব্যয় ও আয় সম্ভাবনা
দুটি জাহাজ কিনতে ব্যয় হচ্ছে ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৯৩৫ কোটি ৭০ লাখ টাকা। বিএসসির আশা, নতুন জাহাজ দুটির মাধ্যমে বছরে অন্তত ১৫০ কোটি টাকা আয় বাড়বে।
চুক্তি সই অনুষ্ঠান
রোববার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং নৌসচিব মোহাম্মদ ইউসুফ।
কেন চীনে তৈরি মার্কিন জাহাজ?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহণ উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, “চীনের প্রযুক্তি আছে এবং তুলনামূলক খরচ কম। মার্কিন পালটা শুল্কের আগেই এ প্রক্রিয়া শুরু হয়েছিল।”
বিএসসির বক্তব্য
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, “দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে। এতে বছরে ১৫০ কোটি টাকা আয় বাড়বে। ইতিমধ্যেই আরও তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া চলছে।”
নতুন জাহাজ যুক্ত হলে বিএসসির বহরের সক্ষমতা বাড়বে এবং দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহন খাতে আত্মনির্ভরশীলতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।