বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী জনগণের কাছে ‘জাতীয় বেঈমান’ হিসেবে পরিচিত। তার দাবি, এসব দল শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে অতীতে বারবার সহযোগিতা করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ্যানি বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু ইসলামী আন্দোলন আমাদের পাশে ছিল না। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এমনকি ১৯৮৬ ও ১৯৯৬ সালেও পিআর পদ্ধতি নিয়ে পুরো জাতিকে হতাশ করেছে। তারা জনগণের চোখে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত।”
তিনি আরও বলেন, “আজ তারা আন্দোলন করছে, মিছিল করছে। অথচ জনগণের মুক্তির জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের ডাক দিয়েছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই।”
সম্মেলনে উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।