বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ডা. ফখরুদ্দিন মানিক, ড. মোবারক হোসাইন ও ডা. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জামায়াত নেতারা দেশের ক্রিকেট অঙ্গনে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ক্রিকেটের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে বিসিবি সভাপতি দেশীয় ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।