বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতার একটি গণমাধ্যমে প্রকাশিত তার সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক ও ভুয়া বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে আমার দেশ-এর কাছে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এ কাজ করা হয়েছে। ওই নিউজটা সম্পূর্ণ ফেইক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বানানো হয়েছে। ইদানীং ভারতীয় কোনো সংবাদমাধ্যমের সঙ্গে আমার যোগাযোগ হয়নি।”
তিনি প্রশ্ন রাখেন, “কোনো রাজনৈতিক নেতা কি এ ধরনের অবান্তর কথা বলতে পারে? এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ পত্রিকায় আমার নামে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন—আমি এসব বলিনি।”
ওই পত্রিকায় ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’ শিরোনামে প্রকাশিত তথাকথিত সাক্ষাৎকারে মির্জা ফখরুলের নামে বলা হয়—‘৩০টি আসন না দেওয়ায় জামায়াত বিএনপির ওপর চাপ দিচ্ছে’, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিত’সহ নানা রাজনৈতিক মন্তব্য।