বিএনপির ভেতরে ‘গোপন চক্র’ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, এই চক্র আসলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরাতে কাজ করছে। রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে— রিজভীর এই বক্তব্য মূলত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করেই দেওয়া।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় পত্রিকা এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি আরও বলেন, এজন্য অনেকেই তাকে ‘ভারতীয় এজেন্ট’ ও ‘আওয়ামী লীগের দালাল’ বলে অভিযুক্ত করছেন।
এরপরই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির ভেতরেই একটি ‘গোপন চক্র’ সক্রিয়, যারা আওয়ামী লীগকে আবারও টিকিয়ে রাখতে কাজ করছে। তার বক্তব্যের সঙ্গে ফখরুলের ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার মিলে যাওয়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন অনেকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিজভীর বক্তব্যে ‘গোপন চক্র’ বলতে বিএনপির মধ্যেই থাকা ভারতপন্থি গোষ্ঠীকে বোঝানো হয়েছে। ফলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় প্রভাবের বিষয়টি আবারও সামনে এলো।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়ায় জানানো হয় সাক্ষাৎকারটির নিউজ হেড লাইন গুলো বাংলাদেশের মিডিয়া মিস লিডিং করেছে।